MI vs CSK এর সবচেয়ে বেশি টিআরপি নিয়ে, সিজন ১৩ কামাই চার হাজার কোটি টাকা..

 

গোটা পৃথিবীতে খারাপ অবস্থার মধ্যে দিয়েও সফলভাবে সম্পন্ন হলো আইপিএলের ১৩ সিজন| শুধু সফল নয়, আর্থিক দিক থেকে ও কামাই হলো প্রায় চার হাজার কোটি টাকা| শুধু যে কামাই তা নয়, গতবারের আইপিএল এর তুলনায় দর্শক সংখ্যা বেড়েছে প্রায় ২৫%|

 

বর্তমান তার মধ্যেও খেলোয়ার ও কর্মকর্তাদের সুস্থ রাখে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া মুখের কথা নয়| টুর্নামেন্ট চলাকালীন টুর্নামেন্টের আওতায় থাকা প্রায় ১৮০০ বারের বেশি টেস্ট করা হয়েছে| একেকজন খেলোয়াড় ও কর্তার একের অধিক টেস্ট করা হয়েছে যাতে কোন রকম সমস্যার সৃষ্টি না হয়| এবং যতরকম সরকারি গাইডলাইনস বা হু এর গাইডলাইন দেওয়া হয়েছিল সঠিকভাবে পালন করা হয়েছে| ফলে টুর্নামেন্ট চলাকালীন কোন রকম দুঃসংবাদ মেলেনি|

 

আইপিএল সিজিন ১৩ এর সাফল্য নিজে ট্যুইট করে জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ| 

আইপিএল-এর এনুয়াল কামাই সম্পর্কে বিসিসিআই বিশেষ কিছু বিস্তারিত জানান নি| তবে সম্প্রসারণ ব্যাপারে ৫ বছরের চুক্তি হয়েছে তাতে আচ লাগেনি বলে জানানো হয়েছে এবং এই সম্প্রসারণ সফল হবেই সম্প্রসারিত হয়েছে|পাঁচ বছরের জন্য বিসিসিআই কে  স্টার চ্যানেলের তরফ থেকে ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা দেওয়া হয়েছে

 

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ জানিয়েছেন টুর্নামেন্টের জন্য যত টাকা খরচ হয় গতবারের তুলনায় এবার তার ৩৫% কোন টাকা খরচ করা হয়েছ| এর ফলে বিসিসিআইয়ের ঘরে এবার কামাই হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা| তবে এবছর গতবারের তুলনায় প্রায় ২৫% টিভিতে দর্শক বেড়ে যাওয়ায় খুশি বোর্ড|